সংবাদ শিরোনাম

recent

সাদাপাথর লুট: বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার


অনলাইন ডেস্ক :

সাদাপাথর স্পটের পার্শ্ববর্তী ইসলামপুর (পূর্ব) ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি সাদাপাথর এলাকা সংযোগকৃত ধলাই রক্ষা কমিটির আহ্বায়ক।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সাদা পাথর লুটপাটে থেকে আবার রক্ষার আন্দোলনে সক্রিয় ছিলেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের মাহমুদ আদনান খবরের কাগজকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, সাদা পাথর লুটের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে ধলাই রক্ষা কমিটির একটি প্রতিবাদ সভা হওয়ার কথা ছিল। আহ্বায়ক গ্রেপ্তারের খবরে সভাটি পণ্ড হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাদাপাথর পর্যটন স্পট সংযোগকৃত ধলাই নদী, এ নদীর ব্রিজের নিকট থেকে যত্রতত্র বালু উত্তোলন হচ্ছিল। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসীকে নিয়ে গঠিত ‘ধলাই রক্ষা কমিটি’ গঠন করে প্রতিবাদী নানা কর্মসূচি পালন করছিলেন আলমগীর। কিন্তু আড়ালে তিনিই সাদা পাথর লুটের সঙ্গে জড়িত ছিলেন। বালু ও পাথর মহালের একটি পুরোনো মামলায় গ্রেপ্তাারি পরোয়ানা নিয়ে প্রকাশ্যে মিছিল-মিটিংয়ে সক্রিয় ছিলেন। এমনকি পুলিশ ও প্রশাসনের মিটিংয়েও উপস্থিত থাকতেন। বিএনপির দলীয় জনপ্রতিনিধির দাপটে পুলিশ তাকে ধরেনি।

কোম্পানীগঞ্জ থানার ওসি জানান, আলমগীরের বিরুদ্ধে প্রায় এক বছর আগে একটি মামলায় ওয়ারেন্ট ছিল। কিন্তু পাথর ও বালুমহাল সংক্রান্ত মামলার ওয়ারেন্টের কারণেই তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

সাদাপাথর লুট: বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার Reviewed by প্রান্তিক জনপদ on 8/14/2025 06:54:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.